এতক্ষণে বুঝি এলি রে
এতক্ষণে বুঝি এলি রে!
হৃদিমাঝে আয় রে, বাছা রে!
কোথা ছিলি বনে, এ ঘোর রাতে,
এ দুর্য্যোগে, অন্ধ পিতারে ভুলি!
আছি সারানিশি হায় রে
পথ চাহিয়ে, আছি তৃষায় কাতর--
দে মুখে বারি, কাছে আয় রে!
রাগ : কাফি-কানাড়া
তাল : চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1289
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882
রচনাস্থান :
স্বরলিপিকার: 1882