কে জানে কোথা সে
কে জানে কোথা সে!
প্রহর গণিয়া গণিয়া বিরলে
তারি লাগি ব'সে আছি!
একা হেথা, কুটীরদুয়ারে--
বাছা রে এলি নে!
ত্বরা আয়, ত্বরা আয়, আয় রে_
জল আনিয়ে কাজ নাই,
তুই যে আমার পিপাসার জল!
কেন রে জাগিছে মনে ভয়!
কেন আজি তোরে,
হারাই হারাই মনে হয়!
কে জানে!
রাগ : বেহাগ-খাম্বাজ
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1289
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882
রচনাস্থান :
স্বরলিপিকার: 1882