উতল হাওয়া লাগল
উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে।
দোলা লাগে, দোলা লাগে
তোমার চঞ্চল ওই নাচের লহরীতে॥
যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি,
যদি ঢেউ উঠে উচ্ছ্বসি,
সম্মুখেতে মরণ যদি জাগে,
করি নে ভয়-- নেবই তারে, নেবই তারে জিতে॥
রাগ : কীর্তন
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1340
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1933
রচনাস্থান :
স্বরলিপিকার: 1933