ওই মেঘ করে বুঝি গগনে
ওই মেঘ করে বুঝি গগনে।
আঁধার ছাইল, রজনী আইল,
ঘরে ফিরে যাব কেমনে!
চরণ অবশ হায়, শ্রান্ত ক্লান্ত কায়
সারা দিবস বন ভ্রমণে।
ঘরে ফিরে যব কেমনে!
রাগ : দেশ-মল্লার
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1292
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1886
রচনাস্থান :
স্বরলিপিকার: 1886