অরূপ পাল

ওঠো ওঠো রে

ওঠো ওঠো রে-- বিফলে প্রভাত বহে যায় যে।
মেলো আঁখি, জাগো জাগো,   থেকো না রে অচেতন ॥
সকলেই তাঁর কাজে     ধাইল জগতমাঝে,
জাগিল প্রভাতবায়ু,  ভানু ধাইল আকাশপথে ॥
একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু--
একে একে ফুলগুলি তাই   ফুটিয়া উঠিছে বনে।
শুন সে আহ্বানবাণী,   চাহো সেই মুখপানে--
          তাঁহার আশিস লয়ে
                   চলো রে যাই সবে তাঁর কাজে ॥

রাগ : বিভাস

তাল : চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1291

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

অরূপ পাল - অন্যান্য নিবেদন