অরূপ পাল

মোর ভাবনারে কী

মোর   ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
              রসের ধারা বরষে॥
          তাহারে দেখি না যে দেখি না,
          শুধু   মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
          বাজে অলখিত তারি চরণে
          রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
          উড়ে যায় বাদলের এই বাতাসে
তার         ছায়াময় এলো কেশ আকাশে।
          সে যে মন মোর দিল আকুলি
          জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥

রাগ : গৌড়মল্লার

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৭ ভাদ্র, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৯ অগাস্ট, ১৯২৯

রচনাস্থান :

স্বরলিপিকার: ২৯ অগাস্ট, ১৯২৯

অরূপ পাল - অন্যান্য নিবেদন