শুভঙ্কর বন্দোপাধ্যায়

আমারে তুমি কিসের ছলে

          আমারে তুমি কিসের ছলে পাঠাবে দূরে,
          আবার আমি চরণতলে আসিব ঘুরে ॥
সোহাগ করে করিছ হেলা    টানিব ব'লে দিতেছ ঠেলা--
          হে রাজা, তব কেমন খেলা রাজ্য জুড়ে ॥

রাগ : অজ্ঞাত

তাল : অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ) : 1317

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান :

স্বরলিপিকার: 1910

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন