শুভঙ্কর বন্দোপাধ্যায়

সবে আনন্দ করো

          সবে আনন্দ করো
প্রিয়তম নাথে লয়ে যতনে হৃদয়ধামে ॥
সঙ্গীতধ্বনি জাগাও জগতে প্রভাতে
স্তব্ধ গগন পূর্ণ করো ব্রহ্মনামে ॥

রাগ : দেবগিরি বিলাবল

তাল : আড়াচৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1294

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1887

রচনাস্থান :

স্বরলিপিকার: 1887

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন