শুভঙ্কর বন্দোপাধ্যায়

জননী, তোমার করুণ

জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥
জননী, তোমার মরণহরণ বাণী
নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।
তোমারে নমি হে সকল ভুবন-মাঝে,
তোমারে নমি হে সকল জীবন-কাজে;
তনু মন ধন করি নিবেদন আজি
ভক্তিপাবন তোমার পূজার ধূপে।
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥

রাগ : গুণকেলী

তাল : নবপঞ্চতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1315

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান :

স্বরলিপিকার: 1909

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন