শুভঙ্কর বন্দোপাধ্যায়

হেরি অহরহ

হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে।
    কত রূপ ধ'রে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে হে।
        সারা নিশি ধরি তারায় তারায় অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়,
            পল্লবদলে শ্রাবণধারায় তোমারি বিরহ বাজে হে।
ঘরে ঘরে আজি কত বেদনায় তোমারি গভীর বিরহ ঘনায়,
    কত প্রেমে হায় কত বাসনায় কত সুখে দুখে কাজে হে।
        সকল জীবন উদাস করিয়া  কত গানে সুরে গলিয়া ঝরিয়া
             তোমারি বিরহ উঠিছে ভরিয়া আমার হিয়ার মাঝে হে।

রাগ : সাহানা

তাল : চৌতাল বা একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ১০ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান : বোলপুর

স্বরলিপিকার: 1909

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন