শুভঙ্কর বন্দোপাধ্যায়

নিশিদিন মোর পরানে

     নিশিদিন মোর পরানে প্রিয়তম মম
          কত-না বেদনা দিয়ে বারতা পাঠালে ॥
ভরিলে চিত্ত মম নিত্য তুমি প্রেমে প্রাণে গানে হায়
                   থাকি আড়ালে ॥

রাগ : আশাবরী

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1322

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1916

রচনাস্থান :

স্বরলিপিকার: 1916

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন