হরষে জাগি আজি
হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে,
প্রীতিযোগে তাঁর সাথে একাকী ॥
গগনে গগনে হেরো দিব্য নয়নে
কোন্ মহাপুরুষ জাগে মহাযোগাসনে--
নিখিল কালে জড়ে জীবে জগতে
দেহে প্রাণে হৃদয়ে ॥
রাগ : হাম্বীর
তাল : ধামার
রচনাকাল (বঙ্গাব্দ) : 1303
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1897
রচনাস্থান :
স্বরলিপিকার: 1897