শুভঙ্কর বন্দোপাধ্যায়

মধুর মধুর ধ্বনি

              মধুর মধুর ধ্বনি বাজে
              হৃদয়কমলবনমাঝে॥
     নিভৃতবাসিনী বীণাপাণি   অমৃতমুরতিমতী বাণী
     হিরণকিরণ ছবিখানি-- পরানের কোথা সে বিরাজে॥
     মধুঋতু জাগে দিবানিশি   পিককুহরিত দিশি দিশি।
     মানসমধুপ পদতলে   মুরছি পড়িছে পরিমলে।
এসো দেবী, এসো এ আলোকে,   একবার তোরে হেরি চোখে--
     গোপনে থেকো না মনোলোকে   ছায়াময় মায়াময় সাজে॥

রাগ : ইমন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৫ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1895

রচনাস্থান : নৌকায়, শিলাইদহ

স্বরলিপিকার: 1895

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন