নমি, নমি, ভারতী
নমি নমি ভারতী, তব কমল চরণে
পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ।
পূর্ণ হল বাসনা,দেবী কমলাসনা,
ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ।
কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে,
হৃদয়-কমলে চরণ-কমল করো দান।
তব কমল-পরিমলে রাখো হৃদি ভরিয়ে,
চিরদিবস করিব তব চরণ-সুধা পান।
রাগ : প্রভাতী-গুজরাটি
তাল : ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1287
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1881
রচনাস্থান :
স্বরলিপিকার: 1881