শুভঙ্কর বন্দোপাধ্যায়

নমি, নমি, ভারতী

             নমি নমি ভারতী, তব কমল চরণে
                 পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ।
            পূর্ণ হল বাসনা,দেবী কমলাসনা,
                 ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ।
             কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে,
                 হৃদয়-কমলে চরণ-কমল করো দান।
            তব কমল-পরিমলে রাখো হৃদি ভরিয়ে,
                 চিরদিবস করিব তব চরণ-সুধা পান।

রাগ : প্রভাতী-গুজরাটি

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1287

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1881

রচনাস্থান :

স্বরলিপিকার: 1881

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন