শুভঙ্কর বন্দোপাধ্যায়

যা ছিল কালো

যা ছিল কালো ধলো          তোমার     রঙে রঙে রাঙা হল।
যেমন   রাঙাবরন তোমার চরণ       তার সনে আর ভেদ না র'ল॥
রাঙা হল বসন ভূষণ,   রাঙা হল শয়ন স্বপন--
মন    হল কেমন দেখ্‌ রে, যেমন    রাঙা কমল টলমল॥

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1317

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান :

স্বরলিপিকার: 1910

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন