শুভঙ্কর বন্দোপাধ্যায়

তুমি কিছু দিয়ে

তুমি কিছু দিয়ে যাও   মোর প্রাণে গোপনে গো--
ফুলের গন্ধে বাঁশির গানে,   মর্মরমুখরিত পবনে॥
     তুমি কিছু নিয়ে যাও   বেদনা হতে বেদনে--
     যে মোর অশ্রু হাসিতে লীন,   যে বাণী নীরব নয়নে॥

রাগ : খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1337

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1931

রচনাস্থান :

স্বরলিপিকার: 1931

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন