মায়া সেন

কেন রে চাস ফিরে ফিরে

               কেন রে চাস ফিরে ফিরে,    চলে আয় রে চলে আয়।।
    এরা       প্রাণের কথা বোঝে না যে,    হৃদয়কুসুম দলে যায়।।
               হেসে হেসে গেয়ে গান    দিতে এসেছিলি প্রাণ,
               নয়নের জল সাথে নিয়ে    চলে আয় রে চলে আয়।।

রাগ : ভৈরবী

তাল : খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১২৯০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1833

রচনাস্থান :

স্বরলিপিকার: 1833

মায়া সেন - অন্যান্য নিবেদন