মোহন সিং খাঙ্গুরা

নিশীথরাতের প্রাণ

              নিশীথরাতের প্রাণ
কোন্‌ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান॥
     মনের সুখে তাই   আজ   গোপন কিছু নাই,
আঁধার ঢাকা ভেঙে ফেলে সব করেছে দান॥
দখিন-হাওয়ায় তার   সব খুলেছে দ্বার।
     তারি নিমন্ত্রণে   আজি    ফিরি বনে বনে,
          সঙ্গে করে এনেছি এই
              রাত-জাগা মোর গান॥

রাগ : পরজ

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৯ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান : শিলাইদহ

স্বরলিপিকার: ২ ফেব্রুয়ারি, ১৯২৩

মোহন সিং খাঙ্গুরা - অন্যান্য নিবেদন