প্রথম ভাগ
Others
শিক্ষক বাংলা শব্দটি বলিয়া তাহার ইংরেজি প্রতিশব্দ, ইংরেজি শব্দটি বলিয়া তাহার বাংলা প্রতিশব্দ বলাইয়া লইবেন। ক্রমশ পাঠগৃহস্থিত বা তন্নিকটবর্তী কোনো কোনো বস্তু নির্দেশ করিয়া তাহার ইংরেজি নাম বলাইয়া লইবেন। শিক্ষক দেখিবেন যে ছাত্র ইংরেজি নাম বলিবার সময় the কথাটি যথাস্থানে প্রয়োগ করে; যথা– the book, the hall, the wall, the tree.
The man মানুষ big বড়ো
The boy ছেলে mad পাগল
The cat বিড়াল red লাল
The dog কুকুর bad খারাপ
The pen কলম new নূতন
The cow গাভী fat মোটা
The big man
The mad dog
The red cat
The bad boy
The new pen
The fat cow
নূতন মানুষ । বড়ো কলম। পাগল ছেলে।
খারাপ কুকুর। মোটা বিড়াল। লাল গাভী।
পাগল মানুষ । লাল কুকুর। বড়ো গাভী ।
খারাপ কলম । মোটা ছেলে। নূতন বিড়াল ।
লাল কলম। মোটা মানুষ। বড়ো কুকুর।
নূতন ছেলে । পাগল গাভী। খারাপ বিড়াল ।
The ink কালি
The sun সূর্য
The bed বিছানা
Hot গরম
New নূতন
Wet ভিজা
The mat মাদুর
Low নিচু
Dry শুক্নো
The ass গাধা
Old বৃদ্ধ , পুরানো
Rich kind ugly soft warm
idle tame wild hard good
flat thin long lame
খারাপ লাল কালী। ভিজা ঠাণ্ডা মাদুর ।
বৃদ্ধ মোটা গাধা। বড়ো পাগলা কুকুর ।
শুক্নো গরম বিছানা। পুরানো খারাপ কলম ।
লাল মোটা গাভী। ধনী দয়ালু মানুষ ।
ভালো নরম বিছানা। বিশ্রী বুনো বিড়াল ।
বড়ো পোষা কুকুর। অলস নূতন ব্যক্তি ।
Poor দরিদ্র
Small ছোটো
High উঁচু
Pretty সুন্দর
Cruel নিষ্ঠুর
Cool ঠান্ডা
Short খাটো
Food খাবার
good ভালো
Is the old man rich?
No, the old man is not rich, the old man is poor.
Is the thin nose big?
No, the thin nose is not big, the thin nose is small.
Is the hot food good?
Is the hard desk low?
Is the poor girl ugly?
Is the ugly boy kind?
Is the soft hand warm?
Is the new pen long?
The man has a dog.
The boy has a book.
The girl has a goat.
The cat has a nose.
The lamb has a head.
মেয়েটির একটি গাভী আছে।
ছেলেটির একটি পাখা আছে।
মানুষটির একটি মেষশাবক আছে।
সুশ্রী মেয়েটির একটি গাধা আছে।
গরীব ছেলেটির একটি নৌকা আছে।
নিষ্ঠুর মানুষটির একটি মাদুর আছে।
দরিদ্র মেয়েটির একটি ছোটো বিছানা আছে।
খাটো মানুষটির একটি সুন্দর পাখি আছে।
বিশ্রী ছেলেটির একটি উঁচু ডেস্ক আছে।
মেষশাবকের (একটি) লম্বা মাথা (আছে)।
পাতলা মানুষটির (একটি) উঁচু বড়ো নাক (আছে)।
গরীব ছেলেটির একটি পুরানো খারাপ কলম আছে।
Has the man a dog?
Yes, the man has a dog.
Who has a dog?
The man has a dog.
What has the man?
The man has a dog.
Has not the man a dog?
Yes, the man has a dog.
Has the girl a goat?
Has the boy a book?
Has the cat a nose?
Has the lamb a head?
Has the girl a cow?
Has the boy a bird?
Has the man a lamb?
Has the pretty girl a cat?
Yes, the pretty girl has a cat.
Who has a cat?
The pretty girl has a cat.
Which girl has a cat?
The pretty girl has a cat.
What has the pretty girl?
The pretty girl has a cat.
Has not the pretty girl a cat?
Yes, the pretty girl has a cat.
Has the poor boy a boat?
Has the cruel man a mat?
Has the ugly ass a nose?
Has the pretty lamb a head?
Has the poor man a tame dog?
Which man has a tame dog?
What has the poor man?
What kind of dog has the poor man?
Has not the poor man a tame dog?
Leg পা
Tail লেজ
Sweet মিষ্ট
Sour টক
Bitter তিক্ত
Dead মৃত
Live জীবিত
Cake পিষ্টক
Mango আম
Pill বটিকা
Has the lame boy a high desk?
Has the ugly cat a flat nose?
Has the red cow a lame leg?
Has the pretty bird a long tail?
Has the kind girl a sweet cake?
Has the poor boy a sour mango?
Has the old man a bitter pill?
Has the cruel man a dead bird?
Has the rich girl a live goat?
Has the poor man a tame dog?
No, the poor man has not a tame dog, the poor man has a wild dog.
It is a cat. He is the boy.
It is a tree. He is the prince.
It is a bed. He is a doctor.
It is the leg. He is a king.
It is the boy. He is the brother.
It is the boat. He is the uncle.
She is a girl.
She is the maid.
She is the cook.
She is the queen.
She is the sister.
She is the aunt.
নেতিবাচক করো , যথা –
It is not a cat .
এ একটা সিংহ ( lion ) । এ একটি চাকর ( servant ) ।
এ চাঁদ ( moon ) । এ রুটিওয়ালা ( baker ) ।
এটা হাত ( hand ) । এ হরি ।
এ একটা পেয়ালা( cup ) । এ দর্জি ( tailor ) ।
এ একটা কলম ( pen ) । এ একটি মাল্লা ( sailor ) ।
এটা ঘোড়া ( horse )। এ মুটে ( porter ) ।
এ একটি স্ত্রীলোক ( woman ) ।
এ দাই ( nurse ) ।
এ গয়লানী ( milk-maid ) ।
এ মেথরাণী ( sweeper ) ।*
এ রাজকন্যা ( princess ) ।
এ ভিখারিণী ( beggar ) ।*
There is a cat.
There is no cat.
প্রশ্নোত্তর, যথা–
Is there a cat?
No, there is no cat, there is a dog.
It is hot .(গরম পড়িয়াছে)
It is cold .(ঠান্ডা পড়িয়াছে)
It is summer .(এখন গ্রীষ্মকাল)
It is autumn .
It is winter. It is spring.
No, it is not hot, it is cold.
It is a hot summer.
It is a cold winter.
It is a wet autumn.
It is a warm spring.
প্রশ্নবাচক , যথা – Is it a hot summer? or,
Is the summer hot? No, it is cool.
It is hot in my room.
It is cold in her garden.
It is cold in the hills.
It is warm in Madras.
It is not hot but dry.
It is not cold but damp.
না, রাম মাল্লা নয়, কিন্তু সে রুটিওয়ালা।
ও কি ভাই?
না, ও ভাই নয়, কিন্তু ও খুড়ো।
ও কি মা?
না, ও মা নয়, কিন্তু ও মাসি।
ও কি আপন ভাই (brother)?
না, ও আপন ভাই নয়, কিন্তু খুড়তুতো ভাই (cousin).
ও কি মেথর?
না, ও মেথর নয়, কিন্তু ও ভিখারী।
বিড়ালটি কি ভালো?
না, ভালো নয়, কিন্তু কুশ্রী।
ঐ লাল সিংহ কি বুনো?
না, ও বুনো নয়, কিন্তু ও পোষা।
ঐ মোটা পাচক কি বুদ্ধিমান (clever)?
না,সে বুদ্ধিমান নয়,কিন্তু ভালো।
ঐ রাজকন্যা পীড়িত?
না, পীড়িত নয়, কিন্তু ক্ষুধিত।
They are bakers.
They are girls.
These are cats.
These are tables.
Are these books?
No, these are not books, but these are pencils.
Are these birds?
No, these are not birds, but these are flowers.
The man is not there.
There is no man.
It is a goat. It is not a goat.
মানুষ আছে । মানুষের আছে ।
গোরু আছে । গোরুর আছে ।
ছাগল আছে । ছাগলের আছে ।
মেষশাবক আছে । মেষশাবকের আছে ।
বালিকা আছে । বালিকার আছে ।
গাধা আছে । গাধার আছে ।
বিড়াল আছে । বিড়ালের আছে ।
কুকুর আছে । কুকুরের আছে ।
in the bag in the sea in the tub
in the sky in the well in the road
in the town in the cup in the tank
in the food in the head in the hand
বিছানাতে মাদুরে বহিতে
হাতে মাথায় সূর্যে
কালীতে খাবারে ডেস্কে
নৌকায় নাকে কানে
লেজে পায়ে বড়ো ব্যাগে
ছোটো ঘরে নূতন টবে লাল আকাশে
শুষ্ক কূপে দীর্ঘ পথে পুরাতন শহরে
খারাপ পেয়ালায় ভরা পুকুরে
The cup is in the bag.
The tub is in the road.
The sun is in the sky.
The road is in the town.
The bag is in the room.
নৌকা সমুদ্রে আছে। মাদুর বিছানায় আছে।
খাবার হাতে আছে। নাক মুখে আছে।
কালী পেয়ালায় আছে।
নূতন নৌকা লোহিত সমুদ্রে নাই।
পুরাতন মাদুর শক্ত বিছানায় নাই।
গরম খাবার ভিজা হাতে নাই।
মোটা মেয়েটি ছোটো ঘরে নাই।
মৃত ছাগলটি শুক্নো রাস্তায় নাই।
সুন্দর পাখি লাল আকাশে নাই।
নরম বিছানা ভিজা ঘরে নাই।
Where is the cup?
What is in the bag?
Is the cup in the bag?
Is there a cup in the bag?
Is not the cup in the bag?
Is the cup in the sky?
No,the cup is not in the sky, the cup is in the bag.
Is there a cup in the sky?
No, there is no cup in the sky.
Is the mat in the sea?
No,the mat is not in the sea,the mat is in the room.
Is there a mat in the sea?
No, there is no mat in the sea.
Smell this flower. Smell that leaf.
Smell this oil. Smell this rose.
Smell this mango. Smell this fruit.
Smell the lemon. Smell this banana.
Smell that handkerchief. Smell the grass.
The king has a crown.
The lad has a coat.
The shoe has a hole.
The thief has a ring.
The shop has a door.
The horse has a groom.
The house has a room.
The deer has a tail.
মানুষটির একটি পেয়ালা আছে।
বিছানাটায় একটি মাদুর আছে।
বালকটির একটি পাখি আছে।
গাভীটির একটি লেজ আছে।
বালকটির একটি নৌকা আছে।
হরির একটি পিষ্টক আছে।
রামের একটি বই আছে।
শ্যামের একটি বিছানা আছে।
গাভীর একটি লম্বা লেজ আছে।
কুকুরের একটি বিশ্রী নাক আছে।
বালকটির একটি লাল ছাগল আছে।
বালকটির একটি সাদা মেষশাবক আছে।
খোঁড়া মানুষের একটি সরু পা আছে।
The man has not a cup.
The man has no cup.
What has the king?
Who has the crown?
Has the king a crown?
Has the king a cup?
What has the cow?
Who has the long tail?
What kind of tail has the cow?
Has the cow a short tail?
Has the man a pen?
Yes, the man has a pen.
Where has the man a pen?
The man has a pen in the bag?
Has the man a pen in the well?
No,the man has not a pen in the well,
The man has a pen in the bag.
on the roof on the hill on the bench
on the chair on the wall on the rose
on the back on the floor on the flower
বিছানার উপর মাদুরের উপর বহির উপর
ডেস্কের উপর হাতের উপর মাথার উপর
নৌকার উপর নাকের উপর কানের উপর
লেজের উপর টবের উপর রাস্তার উপর
পেয়ালার উপর প্রদীপের উপর পায়ের উপর
গাছের উপর পাখি আছে । ছাদের উপর বিড়াল আছে ।
বেঞ্চর উপর পুস্তক আছে । চৌকির উপর ফুল আছে ।
টেবিলের উপর খাবার আছে । কোলের উপর হাত আছে ।
পাহাড়ের উপর মেষশাবক আছে । মাথার উপর মাছি আছে । ( মাছি: fly )
নাকের উপর একটি ফোড়া আছে । ( ফোড়া: boil )
Is the bird on the tree?
Who is on the tree?
Where is the bird?
Is the bird on the lamp? etc.
পুরাতন ছাদের উপর পাখিটি আছে।
নিচু দেয়ালের উপর বিড়ালটি আছে।
শক্ত বেঞ্চর উপর বালকটি আছে।
কোমল আসনের উপর রাজা আছে।(আসন: seat )
লাল দেয়ালের উপর প্রদীপটি আছে।
শুষ্ক গোলাপের উপর মাছি আছে।
উঁচু পাহাড়ের উপর গাছটি আছে।
Is the bird on the old roof?
Where is the bird?
Is there a bird on the old roof?
Who is on the old roof?
On what kind of roof is the bird?
Is the bird on the water?
Is there a bird on the water?
ঘরে রাজার একটি মুকুট আছে ।
ঘরে রাজা আছে ।
গাছের উপর হরির একটি পাখি আছে ।
গাছের উপর হরি আছে ।
শেল্ফের উপর রামের একটি বই আছে ।
দোকানে রাম আছে ।
বেঞ্চর উপর বালকের একটি পাত্র আছে ।
বালক বেঞ্চর উপরে আছে ।
ব্যাগে চোরের একটি আংটি আছে ।
আংটি ব্যাগে আছে ।
চৌকির উপর বালিকার একটি জুতা আছে ।
বালিকাটি চৌকির উপরে আছে ।
থালায় ( plate ) শ্যামের একটি পিষ্টক আছে ।
পিষ্টক পেয়ালায় আছে ।
মাদুরের উপরে মহিলার একটি আংটি আছে ।
মহিলা মাদুরের উপরে আছে ।
নৌকায় চোরের একটি কোর্তা আছে ।
চোর নৌকায় আছে ।
Has the king a crown in the room?
What has the king in the room?
Where has the king a crown?
Has the king a goat in the room?
Has not the king a goat in the room?
The roof of the house বাড়ির ছাদ
The tree of the garden
The horn of the cow
The bench of the school
The chair of the father
The wall of the fort
The back of the cow
The top of the hill
হরিণের মুণ্ড হাঁসের পা খাইবার পাত্র
শহরের রাস্তা বিছানার মাদুর দোকানের দরজা
সহিসের জুতা মহিলার আংটি চোরের কোর্তা
ছোকরার ঘোড়া চাকরাণীর প্রদীপ রাজার মুকুট
বাড়ির ছাদটি উঁচু । বাগানের গাছটি নিচু ।
গাভীর শিংটি বিশ্রী । স্কুলের বেঞ্চটি লম্বা ।
রাজার চৌকিটি নরম । দুর্গের প্রাচীরটি শক্ত ।
চৌকির পিঠটি পাতলা । পাহাড়ের উপরটা চ্যাপ্টা ।
হরিণের মুণ্ড সুশ্রী । হাঁসের পা খাটো ।
পাচকের পাত্রটি নূতন । শহরের রাস্তা লম্বা ।
বিছানার মাদুরটি ভালো । দোকানের দরজা ছোটো ।
সহিসের জুতা শুক্নো । মহিলার আংটি ভালো ।
চোরের কোর্তা পুরানো । ছোকরার ঘোড়াটি খোঁড়া ।
চাকরাণীর প্রদীপটি নিচু।
স্কুলের বেঞ্চটি বাগানে আছে।
বাবার চৌকিটি ছাতের উপর আছে।*
হরিণের মুণ্ডটি ব্যাগে আছে।
দুর্গের প্রাচীরটি পাহাড়ের উপরে আছে।
বিছানার মাদুরটি টবে আছে।
পাচকের পিষ্টকটি পেয়ালায় আছে।*
সহিসের জুতাটি কূপে আছে।*
মহিলার আংটিটি চৌকির উপরে আছে।*
পাচকের প্রদীপটি বাগানে আছে।*
রানীর কুকুরটি পাহাড়ের উপর আছে।*
রাজার জাহাজটি সমুদ্রে আছে।
চোরের কোর্তাটি গাছের মাথার (top) উপরে আছে।
বালিকার বইটি বাপের ব্যাগে আছে।
বালিকার হাতটি গাভীর শৃঙ্গের উপর আছে।
রাজার মুকুটটি রানীর মাথার উপরে আছে।
মানুষটির দোকান শহরের বাগানে আছে।
পাচকটির পাত্রটি স্কুলের চৌকির উপর আছে।
গাভীর খাদ্য গাধার পিঠের উপরে আছে।
বালিকার গোলাপ সহিসের হাতে আছে।
The round balls the white clouds
the black boards the brave lions
the strong bears the blue stones
the bright stars the green sticks
the sharp thorns
উজ্জ্বল মেঘগুলি সবুজ পাথরগুলি
পোষা সিংহগুলি খোঁড়া ভল্লুকগুলি
শক্ত তক্তাগুলি তীক্ষ্ম পাথরগুলি
তাজা কাঠিগুলি কালো ভল্লুকগুলি
The balls are round.
The boards are black. ইত্যাদি।
লাল গোলাগুলি বড়ো । সাদা মেঘগুলি পাতলা ।
কালো তক্তাগুলি নূতন । সাহসী সিংহগুলি বন্য ।
সবল ভল্লুকগুলি পোষা । নীল পাথরগুলি সুশ্রী ।
উজ্জ্বল তারাগুলি লাল । সবুজ কাঠিগুলি লম্বা ।
তীক্ষ্ম কাঁটাগুলি শুষ্ক ।
Are the balls round?
Yes, the balls are round.
What are round?
The balls are round.
Are the balls flat?
No,the balls are not flat; the balls are round.
Which balls are big?
The red balls are big.
Are the red balls big?
Yes, the red balls are big.
Are the red balls small?
No, the red balls are not small, the red balls are big.
Are the big balls white?
No, the big balls are not white, the big balls are red.
Are not the red balls big?
Yes, the red balls are big.
গোলাগুলি চৌকির উপরে আছে।
মেঘগুলি আকাশে আছে।
তক্তাগুলি বেঞ্চর উপরে আছে।
সিংহগুলি বাগানে (park) আছে।
ভল্লুকগুলি পাহাড়ের উপরে আছে।
পাথরগুলি জাহাজে আছে।
কাঠিগুলি (লাঠিগুলি) বাগানে (garden) আছে।
গর্তগুলি জুতায় আছে।
কাঁটাগুলি গাছে আছে।
সিংহ বাগানে আছে।
সিংহগুলি বাগানগুলিতে আছে।
লাল গোলাগুলি চৌকির পিঠের উপর আছে।
সাদা মেঘগুলি পাহাড়ের মাথার উপরে আছে।
কালো তক্তাগুলি স্কুলের বাগানে আছে।
বড়ো সিংহগুলি শহরের বাগানে আছে।
বিড়ালগুলি হরির দোকানে আছে।
পাথরগুলি দুর্গের প্রাচীরের উপর আছে।
লম্বা কাঠিগুলি বাড়ির ছাদের উপরে আছে।
তীক্ষ্ম পেরেকগুলি সহিসের জুতায় আছে।
Are the balls on the chair?
Are there balls on the chair?
Where are the balls?
What are there on the chair?
Are there horses on the chair?
Are there not balls on the chair?
How many balls are there on the chair?
Is there only one ball on the chair?
Are the red towels on the back of the chair?
Are there the red towels on, etc.
What are there on the back, etc.
Where are the red towels?
Which towels are there on the, etc.
On the back of what are the red, etc.
What kind of towels are on the back, etc.
Are there the red towels on the, etc.
Are there not the red towels on the, etc.
রামের লাল তোয়ালেগুলি চৌকির পিঠের উপরে আছে।
আকাশের সাদা মেঘগুলি পাহাড়ের মাথার উপরে আছে।
শিক্ষকটির কালো বোর্ড্গুলি স্কুলের বাগানে আছে।
রাজার বড়ো সিংহগুলি শহরের পার্কে আছে।
The boys have a ball.
The brothers have a horse.
The uncles have a farm.
The sisters have a dove.
What have the boys?
Who have the balls?
Have the boys the balls?
How many balls have the boys?
Have the boys only one ball?
Have the boys a dish?
Have not the boys a ball?
The mares have no stable.
The beggars have no cap.
The bees have no hive.
The crows have no nest.
The fields have no shade.
বাগানগুলির শীতল ছায়া আছে।
বাগানগুলির ছায়া শীতল।
গোলাপগুলিত তীক্ষ্ম কাঁটা আছে।
গোলাপগুলির কাঁটা তীক্ষ্ম।
ঘোড়াগুলির একটা লম্বা আস্তাবল আছে।
ঘোড়াগুলির আস্তাবলটি লম্বা।
মৌমাছিগুলির একটি গোল চাক্ আছে।
মৌমাছিগুলির চাক্টি গোল।
ডাক্তারদের একটি চ্যাপ্টা বোতল আছে।
ডাক্তারদের বোতলটি চ্যাপ্টা।
দুই প্রকার তর্জমা করিতে হইবে–
The garden has a tall tree.
There is a tall tree in the garden.
Is there a tall tree in the garden?
Has the garden a tall tree?
Is the tree of the garden tall?
What kind of trees has the garden?
Has not the garden a tall tree?
টুপিগুলিতে একটিও ছিদ্র নাই।
চাক্গুলিতে একটিও মৌমাছি নাই।
গাছগুলির একটিও কাঁটা নাই।
গোলাবাড়িতে একটিও গোরু নাই।
বাসায় একটিও কাক নাই।
বালকদের একটিও গোলা নাই।
ভাইদের একটিও ঘোড়া নাই।
ডাক্তারদের একটিও বোতল নাই।
স্কুলের বালকদের একটি ডেস্ক আছে।
শহরের ডাক্তারদের একটি দোকান আছে।
রাজার বাগানের একটি গেট (gate) আছে।
লোকটির ভাইদের একটি পাচক আছে।
ঘরের দেয়ালগুলির একটি ছাদ আছে।
পাহাড়ের রাজার একটি মুকুট আছে।
রানীর সহিসদের একটি নৌকা আছে।
স্কুলের বালকদের একটি ডেস্ক ঘরে আছে।
শহরের ডাক্তারদের একটি দোকান পাহাড়ের উপরে আছে।
রাজার শহরের বাগানে একটি গেট আছে।
লোকটির ভাইদের একটি পাচক বাড়িতে আছে।
পাহাড়ের রাজার একটি মুকুট ব্যাগে আছে।
রানীর সহিসদের একটি নৌকা পুকুরে আছে।
রাজার পাচকদের বিড়ালটি প্রাচীরের উপর আছে।
Who have a desk in the room?
Where have the boys a desk?
Have the boys of the school a desk?
Have the boys of the school a lamb?
What have the boys of the school?
I am angry. We are well.
You are ill. You are clever.
He is happy. They are slow.
Ram is sad. The stags are quick.
It is bad. The books are good.
She is kind. They are cruel.
তিনি পাগল । আমি খোঁড়া। তিনি মোটা।
তাঁরা পাতলা । আমরা শক্ত । ইত্যাদি ।
Q. What am I? A. You are angry.
Q. Am I angry? A. Yes,you are angry.
Q. Am I happy? A. No,you are angry.
আমি দুর্গে আছি।
তাঁরা প্রাচীরে আছেন।
তিনি পুকুরে আছেন।
তুমি গাছের উপরে আছ।
আমরা ঘরে আছি।
তোমরা বিছানায় আছ। ইত্যাদি।
Where am I? Am I in the fort?
Am I not in the fort? Am I in the well?
Who is in the fort?
I am in my room. You are in your shop.
He is on his bench. We are in our garden.
They are on their boat. You are on your roof.
Hari and Ram are in their town.
She is in her bed.
আমি আমার বিছানায় আছি।
তুমি তোমার মাদুরে আছ।
তিনি তাঁহার দোকানে আছেন।
তিনি (মেয়ে) তাঁর ঘরে আছেন।
যদু আর মধু তাঁদের আস্তাবলে আছেন।
আমরা আমাদের পুকুরে আছি।
তোমরা তোমাদের বাগানে আছ।
তাঁরা তাঁদের বাড়িতে আছেন।
তুমি আর শ্যাম তাঁর বিছানায় আছ।
শ্যাম আমার মাদুরে আছে। ইত্যাদি।
Am I in bed?
Who is in my bed?
Where am I?
Am I in your bed?
In whose bed am I?
My dog is in your room.
There is my dog in your room.
I have my dog in your room.
আমার কুকুর তোমার ঘরে আছে।
তাঁদের মিঠাই আমাদের পাত্রে আছে।
তাঁর ঘোড়া আমাদের আস্তাবলে আছে।
Is my dog in your room?
Is there my dog in your room?
Who is in your room?
Have I my dog in your room?
Have I my cat in your room?
তাদের স্কুলের বোর্ডগুলি আমাদের বাগানে আছে।
আমার ভাইয়ের জামা তাঁর ব্যাগে আছে। ইত্যাদি।
I have the milk. You have the flower.
He has the silk. We have the sword.
You have the butter. They have the grapes.
Hari has the water. I have the pure milk.
Hari and Madhu have the dolls.
You have the yellow flower.
He has the bright silk.
We have the blunt sword.
You have the fresh butter.
They have the ripe grapes.
Hari and Madhu have the nice doll.
Hari has the boiled water.
আমার ফুল আছে । তোমার দুধ আছে ।
তাঁহার তলোয়ার আছে । আমাদের রেশম আছে ।
তোমাদের আঙ্গুর আছে । তাহাদের মাখন আছে ।
হরি এবং মধুর গোলাপ আছে । হরির পুতুল আছে ।
তাঁহার ভোঁতা তলোয়ার আছে ।
আমাদের উজ্জ্বল রেশম আছে ।
তোমার জ্বাল-দেওয়া দুধ আছে ।
তোমার কাঁচা ( green )ফল আছে ।
তাহাদের তাজা মাখন আছে ।
হরি এবং মধুর গরম জল আছে ।
আমার ধান ( rice )তোমার বাড়ির ছাদের উপর আছে ।
তোমার দুধ আমার পাচকের পাত্রে আছে ।
তাঁহার তলোয়ার তাঁহার দুর্গের দেওয়ালের উপর আছে ।
আমাদের রেশম তোমাদের বিছানার মাদুরের উপর আছে ।
তোমার আঙ্গুর আমার পিতার ব্যাগে আছে ।
My pen is on the table in my room.
The butter is on the shelf in your bed-room.
Your doll is on the bench in her garden.
Her son is on the bed in my house.
My ball is in the box in your school.
Hair Thin Knee Hard
Head Thick Bone Soft
Eyes Black Foot Cold
Nose Dark Toe Severe
Face Fair Ear Nasty
Teeth Bright Nostril High
Tongue Mild Neck ( গ্রীবা ) Bad
Gum Clean Ankle Deep
Lips Dirty Shoulder ( স্কন্ধ ) Old
Cheek Long Elbow Young
Hand Short Forehead Naughty
Arm Straight Cart Noisy
Finger Bent (Motor)Car Full
Nail Broad Steamer Empty
Chest Narrow Ship Loaded
Back Sharp Tram Smoky
Stomach Smooth Bus Broad
Leg Rough Lorry Narrow
Temple ( রগ্ ) Clever Washerman Sour
Eyebrow Jolly Food Fried
Eyelashes Funny Rice Bitter
Father Kind Bread Hot
Mother Loving Butter Stale
Brother Fond Milk Fresh
Sister Angry Tea Rotten
Baby Lazy Egg Soft
Cousin Greedy Fish Crisp
Aunt Fat Flour Raw
Grandfather Thin Meat Early
Grandmother Sick Lemon Late
Grandson Strong Orange Long
Granddaughter Full Breakfast Short
Daughter Short Oil Thick
Son Dirty Lunch Fine
Niece Tidy ( পরিপাটী ) Salt Woollen
Nephew Green Dinner Cotton
Servant Cold Vegetable Silk
Maidservant Cooked Sugar Tight
Cook Sweet Onion Loose
Barber Boiled Potato Torn
Turnip Coloured Ring Thick
Radish Plain Necklace Hard
Cauliflower High House Soft
Cabbage Low Cottage Scented
Cucumber Tiled Bed High
Mango Thatched Pillow Low
Shirt Shut Mattress Hard
Socks Open Rug Soft
Coat Opened Blanket Warm
Vest Airy Quilt Cosy
Trousers Painted Pillow-case Wooden
Shorts Marbled Bed-cover Double
Frock Dark Curtain Single
Shoe Red Cot White
Boots White-washed Lamp Coloured
Slippers Full Horse Plain
Sandals Empty Dog White
Belt Dry Cat Black
Shawl Wet Cow Brown
Watch Small Calf Tame
Bracelets Large Goat Wild
Sheep Lean Kid Fat
Lamp Tiny Lake Hot
Lion Cunning Earth Cold
Tiger Clever Rain Dark
Rat Foolish Mist Silent
Mouse Cruel Dew Deep
Frog Strong Morning Shallow
Snake Grey Noon Muddy
Sun Red Evening Thick
Afternoon Wet
Moon Bright Night Damp
Star Blue Sea Dry
Sky Round Cart Slow
River Cool Carriage Fast
Noun Noun Noun Noun
Hut Temple Window Wall
Doors Gate Floor Ceiling
Skin Cough Waist Sore
Mouth Fever Wrist Boil
Throat Measles Thigh Cut
Chin Headache Room Roof
Bolt Stairs Comb Brush
Pillar Brick Water Drain
Bath Tub Hair Oil Rails
Tap Bucket Fly Donkey
Mug Towel Ant Fox
Soap Mirror Mosquito
আরো দেখুন