১০৫ (kothay phiris param)

কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে।

অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে॥

          তারি বাণী দু হাত বাড়ায় শিশুর বেশে,

          আধো ভাষায় ডাকে তোমার বুকে এসে,

              তারি ছোঁওয়া লেগেছে ওই কুসুমবনে॥

কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে--

পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে।

          তার বাসা-যে সকল ঘরের বাহির-দ্বারে,

          তার আলো যে সকল পথের ধারে ধারে,

              তাহারি রূপ গোপন রূপে জনে জনে॥

রাগ: রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ অক্টোবর, ১৯২৬

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.