৭৫ (krishnakoli ami tarei boli)

কৃষ্ণকলি আমি তারেই বলি,   কালো তারে বলে গাঁয়ের লোক।

মেঘলা দিনে দেখেছিলেম মাঠে   কালো মেঘের কালো হরিণ-চোখ।

ঘোমটা মাথায় ছিল না তার মোটে,   মুক্তবেণী পিঠের 'পরে লোটে।

কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।

   

ঘন মেঘে আঁধার হল দেখে   ডাকতেছিল শ্যামল দুটি গাই,

শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে   কুটির হতে ত্রস্ত এল তাই।

আকাশ-পানে হানি যুগল ভুরু   শুনলে বারেক মেঘের গুরুগুরু।

কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।

   

পূবে বাতাস এল হঠাৎ ধেয়ে,   ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।

আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,   মাঠের মাঝে আর ছিল না কেউ।

আমার পানে দেখলে কি না চেয়ে   আমি জানি আর জানে সেই মেয়ে।

কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।

   

এমনি করে কালো কাজল মেঘ   জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।

এমনি করে কালো কোমল ছায়া   আষাঢ় মাসে নামে তমাল-বনে।

এমনি করে শ্রাবণ-রজনীতে   হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে।

কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।

   

কৃষ্ণকলি আমি তারেই বলি,   আর যা বলে বলুক অন্য লোক।

দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে   কালো মেয়ের কালো হরিণ-চোখ।

মাথার 'পরে দেয় নি তুলে বাস,   লজ্জা পাবার পায় নি অবকাশ।

কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ॥

রাগ: কীর্তন

তাল: অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আষাঢ়, ১৩০৭

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ জুন, ১৯০০

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.