বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না-- তার কাছে আর যেয়ো না, যেয়ো না। সুখে সে রয়েছে, সুখে সে থাকুক-- মোর কথা তারে বোলো না, বোলো না॥ আমায় যখন ভালো সে না বাসে পায়ে ধরিলেও বাসিবে না সে। কাজ কী, কাজ কী, কাজ কী সজনী-- মোর তরে তারে দিয়ো না বেদনা॥
আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা। রাজত্ব করা এ কি তামাশা পেয়েছ। জানিস না কেটা আমি। ঢের ঢের জানি-- ঢের ঢের জানি-- হাসিস নে হাসিস নে মিছে,যা যা-- সব আপন কাজে যা যা, যা আপন কাজে। খুব তোমার লম্বাচওড়া কথা! নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে!