আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ'রে ॥ না চাহিতে মোরে যা করেছ দান-- আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য ক'রে অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥ আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে; তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া, জানি জানি হায়, নিতে চাও ব'লে ফিরাও আমায়-- পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য ক'রে আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥
আর নহে, আর নয়, আমি করি নে আর ভয়। আমার ঘুচল-কাঁদন, ফলল সাধন, হল বাঁধন ক্ষয় ॥ ওই আকাশে ওই ডাকে, আমায় আর কে ধ'রে রাখে-- আমি সকল দুয়ার খুলেছি, আজ যাব সকলময় ॥ ওরা ব'সে ব'সে মিছে শুধু মায়াজাল গাঁথিছে-- ওরা কী-যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে। আমার অস্ত্র হল গড়া, আমার বর্ম হল পরা-- এবার ছুটবে ঘোড়া পবনবেগে, করবে ভুবন জয় ॥