৫৪ (ken nibe gelp bati)
কেন নিবে গেল বাতি।
আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি,
তাই নিবে গেল বাতি।।
কেন ঝরে গেল ফুল।
আমি বক্ষে চাপিয়া ধরেছিনু তারে চিন্তিত ভয়াকুল,
তাই ঝরে গেল ফুল।।
কেন মরে গেল নদী ।।
আমি বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে পাইবারে নিরবধি,
তাই মরে গেল নদী।।
কেন ছিঁড়ে গেল তার।
আমি অধিক আবেগে প্রাণপণ বলে দিয়েছিনু ঝঙ্কার,
তাই ছিঁড়ে গেল তার ।।
রাগ: গৌড়সারং
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ফাল্গুন, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ ফেব্রুয়ারি, ১৮৯৬
রচনাস্থান: কলিকাতা