আজ আসবে শ্যাম গোকুলে ফিরে। আবার বাজবে বাঁশি যমুনাতীরে আমরা কী করব। কী বেশ ধরব। কী মালা পড়ব। বাঁচব কি মরব সুখে। কী তারে বলব ! কথা কি রবে মুখে। শুধু তার মুখপানে চেয়ে চেয়ে দাঁড়ায়ে ভাসব নয়ননীরে।।
রাজভবনের সমাদর সম্মান ছেড়ে এল আমাদের সখী। দেরি কোরো না, দেরি কোরো না-- কেমনে যাবি অজানা পথে অন্ধকারে দিক নিরখি। অচেনা প্রেমের চমক লেগে প্রণয়রাতে সে উঠেছে জেগে-- ধ্রুবতারাকে পিছনে রেখে ধূমকেতুকে চলেছে লখি। কাল সকালে পুরোনো পথে আর কখনো ফিরিবে ও কি। দেরি কোরো না, দেরি কোরো না, দেরি কোরো না।