সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার প্রাণের পাখিটি উড়িয়ে যাক। সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না! সুদূর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক-- পাখিটি উড়িয়ে যাক॥ মুদিত নয়ন খুলিয়ে আমার সাধের স্বপন যায় রে যায়। হাসিতে অশ্রুতে গাঁথিয়া গাঁথিয়া দিয়েছিনু তার বাহুতে বাঁধিয়া আপনার মনে কাঁদিয়া কাঁদিয়া ছিঁড়িয়া ফেলেছে হায় রে হায়, সাধের স্বপন যায় রে যায়॥ যে যায় সে যায়, ফিরিয়ে না চায়, যে থাকে সে শুধু করে হায়-হায়-- নয়নের জল নয়নে শুকায়-- মরমে লুকায় আশা। বাঁধিতে পারে না আদরে সোহাগে-- রজনী পোহায়, ঘুম হতে জাগে, যায় যদি তবে যাক। একবার তবু ডাক্। কী জানি যদি রে প্রাণ কাঁদে তার তবে থাক্, তবে থাক্॥
তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো। বুঝাতে পারি নে হৃদয়বেদনা ॥ কেমনে সে হেসে চলে যায়, কোন্ প্রাণে ফিরেও না চায়-- এত সাধ এত প্রেম করে অপমান॥ এত ব্যথাভরা ভালোবাসা কেহ দেখে না, প্রাণে গোপনে রহিল। এ প্রেম কুসুম যদি হ'ত প্রাণ হতে ছিঁড়ে লইতাম, তার চরণে করিতাম দান। বুঝি সে তুলে নিত না, শুকাতো অনাদরে, তবু তার সংশয় হ'ত অবসান॥