২৩ (ami hethay thaki shudhu)

      আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান,

      দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান ॥

আমি তোমার ভুবন-মাঝে   লাগি নি, নাথ, কোনো কাজে--

      শুধু কেবল সুরে বাজে   অকাজের এই প্রাণ ॥

      নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন,

      তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন।

ভোরে যখন আকাশ জুড়ে   বাজবে বীণা সোনার সুরে

      আমি যেন না রই দূরে,   এই দিয়ো মোর মান ॥

রাগ: পরজ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.