২২৮ (aro aro prabhu aro aro)

আরো আরো প্রভু, আরো আরো।  

এমনি করে আমায় মারো।            

লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই,

ধরা পড়ে গেছি আর কি এড়াই?    

যা কিছু আছে সব কাড়ো কাড়ো।    

এবার যা করবার তা সারো সারো।  

আমি হারি কিম্বা তুমিই হারো!    

হাটে ঘাটে বাটে করি মেলা,      

কেবল হেসে খেলে গেছে বেলা,  

দেখি কেমনে কাঁদাতে পারো।    

রাগ: দেশ-বাউল

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ চৈত্র, ১৩১৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.