রাগ: দেশ-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

৬৫ (ke janito tumi dakibe amare)

           কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।

           সংসার মোরে মহামোহঘোরে ছিল সদা ঘিরে সঘন। 

           ( ঘিরে ছিল, ঘিরেছিল হে আমায়–

                      মোহঘোরে– মহামোহে। )

           আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,

           কে জানিত হবে আমার এমন শুভদিন শুভলগন। 

           ( জানি নে, জানি নে হে, আমি স্বপনে–

           আমার এমন ভাগ্য হবে আমি জানি নে, জানি নে হে। )

           জানি না কখন্‌ করুণা-অরুণ উঠিল উদয়াচলে,

           দেখিতে দেখিতে কিরণে পূরিল আমার হৃদয়গগন। 

           ( আমার হৃদয়গগন পূরিল তোমার চরণকিরণে–

                                      তোমার করুণা-অরুণে। ) 

           তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে–

           হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন। 

           ( যত বাঁধ ছিল যেখানে, ভেঙে গেল, ভেসে গেল হে। )

           সুবাতাস তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা–

           আমার জীবনতরণী হইবে তোমার চরণে মগন। 

           ( তোমার চরণে গিয়ে লাগিবে আমার জীবনতরণী–

                      অভয়চরণে গিয়ে লাগিবে। )

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.