৬ (tomader eki bhranti)

            তোমাদের এ কী ভ্রান্তি--

কে ওই পুরুষ দেবকান্তি,

            প্রহরী, মরি মরি।

এমন করে কি ওকে বাঁধে।

দেখে যে আমার প্রাণ কাঁদে।

            বন্দী করেছ কোন্‌ দোষে।

রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.