২৫৩ (ebar bhasiye dite habe)

এবার   ভাসিয়ে দিতে হবে আমার এই তরী--

            তীরে ব'সে যায় যে বেলা, মরি গো মরি॥

        ফুল-ফোটানো সারা ক'রে    বসন্ত যে গেল স'রে,

    নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি।

জল উঠেছে ছল্‌ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে,

    মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে।

        শূন্যমনে কোথায় তাকাস।

    ওরে,    সকল বাতাস সকল আকাশ

আজি    ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি॥

রাগ: মিশ্র হাম্বীর

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1912

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.