২১৫ (phol pholabar asha ami)
ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে।
আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণসমীরে॥
বসন্তগান পাখিরা গায়, বাতাসে তার সুর ঝরে যায়--
মুকুল-ঝরার ব্যাকুল খেলা আমারি সেই রাগিণীরে॥
জানি নে ভাই, ভাবি নে তাই কী হবে মোর দশা
যখন আমার সারা হবে সকল ঝরা খসা।
এই কথা মোর শূন্য ডালে বাজবে সে দিন তালে তালে--
"চরম দেওয়ায় সব দিয়েছি মধুর মধুযামিনীরে'॥
রাগ: হাম্বীর
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর