২৩৫ (dinantabelay shesher phasal)

দিনান্তবেলায় শেষের ফসল নিলেম তরী-'পরে,

          এ পারে কৃষি হল সারা,

                   যাব ও পারের ঘাটে॥

              হংসবলাকা উড়ে যায়

                   দূরের তীরে, তারার আলোয়,

              তারি ডানার ধ্বনি বাজে মোর অন্তরে॥

          ভাঁটার নদী ধায় সাগর-পানে   কলতানে,

                   ভাবনা মোর ভেসে যায় তারি টানে।

যা-কিছু নিয়ে চলি   শেষ সঞ্চয়

          সুখ নয় সে, দঃখ সে নয়, নয় সে কামনা--

                   শুনি শুধু মাঝির গান আর দাঁড়ের ধ্বনি তাহার স্বরে॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ ফাল্গুন, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ মার্চ, ১৯৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.