১৩৭ (ekdin chine nebe tare)

     একদিন চিনে নেবে তারে,

          তারে    চিনে নেবে

     অনাদরে যে রয়েছে কুণ্ঠিতা ॥

সরে যাবে নবারুণ-আলোকে   এই কালো অবগুণ্ঠন--

ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর    মলিন আবরণ

              তারে    চিনে নেবে॥

আজ    গাঁথুক মালা সে গাঁথুক মালা,

          তার    দুখরজনীর অশ্রুমালা

     কখন দুয়ারে অতিথি আসিবে,

          লবে তুলি মালাখানি ললাটে।

     আজি    জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা

          পূর্ণপ্রকাশের লগন লাগি--

              চিনে নেবে॥

রাগ: ইমন-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.