৮৩ (bhay nei re toder)

ভয় নেই রে তোদের নেই রে ভয়,

যা চলে সব অভয়-মনে--আকাশে ওই উঠেছে শুকতারা।

দখিন হাওয়ায় পাল তুলে দে,   পাল তুলে দে--

সেই হাওয়াতে উড়ছে আমার মন।

ওই শুকতারাতে রেখে দিলেন দৃষ্টি আমার--

       ভয় কিছু নেই,    ভয় কিছু নেই॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1339

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ ফেব্রুয়ারি, ১৯৩৩

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.