Irish Song


 

পাতায় পাতায় দুলিছে শিশির (patay patay dulichhe shishir)


                                 পূরবী

পাতায় পাতায় দুলিছে শিশির

          গাহিছে বিহগগণ,

ফুলবন হতে সুরভি হরিয়া

          বহিতেছে সমীরণ

সাঁঝের আকাশ মাঝারে এখনো

          মৃদুল কিরণ জ্বলে।

নলিনীর সাথে বসিয়া তখন

কত-না হরষে কাটাইনু ক্ষণ,

কে জানিত তবে বালিকা নিদয়

রেখেছিল ঢাকি কপট-হৃদয়

          সরল হাসির তলে!

এই তো সেথায় ভ্রমি, গো, যেথায়

          থাকিত সে মোর কাছে,

প্রকৃতি জানে না পরিবরতন

          সকলি তেমনি আছে!

তেমনি গোলাপ রূপ-হাসি-ময়

          জ্বলিছে শিশির-ভরে,

যে হাসি-কিরণে আছিল প্রকৃতি

দ্বিগুণ দ্বিগুণ মধুর আকৃতি,

          সে হাসি নাইকো আর!

 

 

  •  
  •  
  •  
  •  
  •