বিদেশী ফুলের গুচ্ছ - ৪ (probhate ekti dirghoswas)

প্রভাতে একটি দীর্ঘশ্বাস

একটি বিরল অশ্রুবারি

ধীরে ওঠে, ধীরে ঝরে যায়,

শুনিলে তোমার নাম আজ।

কেবল একটুখানি লাজ--

এই শুধু বাকি আছে হায়।

আর সব পেয়েছে বিনাশ।

এক কালে ছিল যে আমারি

গেছে আজ করি পরিহাস।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.