১৮ (phosol kata hole sara math)

ফসল কাটা হলে সারা মাঠ হয়ে যায় ফাঁক;

অনাদরের শস্য গজায়, তুচ্ছ দামের শাক।

আঁচল ভরে তুলতে আসে গরিব-ঘরের মেয়ে,

খুশি হয়ে বাড়িতে যায়, যা জোটে তাই পেয়ে।

আজকে আমার চাষ চলে না, নাই লাঙলের বালাই;

পোড়ো মাঠের কুঁড়েমিতে মন্থর দিন চালাই।

জমিতে রস কিছু আছে, শক্ত যায় নি আঁটি;

ফলায় না সে ফল তবুও সবুজ রাখে মাটি।

শ্রাবণ আমার গেছে চলে, নাই বাদলের ধারা;

অঘ্রান সে সোনার ধানের দিন করেছে সারা।

চৈত্র আমার রোদে পোড়া, শুকনো যখন নদী,

বুনো ফলের ঝোপের তলায় ছায়া বিছায় যদি,

জানব আমার শেষের মাসে ভাগ্য দেয় নি ফাঁকি,

শ্যামল ধরার সঙ্গে আমার বাঁধন রইল বাকি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.