৬৫ (thake se kahakgaye)


থাকে সে কাহালগাঁয়;

     কলুটোলা আফিসে

রোজ আসে দশটায়

     এক্কায় চাপি সে।

  ঠিক যেই মোড়ে এসে

  লাগাম গিয়েছে ফেঁসে,

দেরি হয়ে গেল ব'লে

     ভয়ে মরে কাঁপি সে--

ঘোড়াটার লেজ ধ'রে

     করে দাপাদাপি সে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •