১৩ (sajani go)

সজনি গো,

শাঙন গগনে ঘোর ঘনঘটা

     নিশীথযামিনী রে।

কুঞ্জপথে সখি, কৈসে যাওব

     অবলা কামিনী রে।

উন্মদ পবনে যমুনা তর্জিত,

ঘন ঘন গর্জিত মেহ।

দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠত,

থরহর কম্পত দেহ।

ঘন ঘন রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌

বরখত নীরদপুঞ্জ।

ঘোর গহন ঘন তালতমালে

নিবিড় তিমিরময় কুঞ্জ।

বোল ত সজনী, এ দুরুযোগে

কুঞ্জে নিরদয় কান

দারুণ বাঁশী কাহ বজায়ত

সকরুণ রাধা নাম।

সজনি,

মোতিম হারে বেশ বনা দে,

     সীঁথি লগা দে ভালে।

উরহি বিলোলিত শিথিল চিকুর মম

বাঁধহ মালত মালে

খোল দুয়ার ত্বরা করি সখি রে,

ছোড় সকল ভয়লাজে --

হৃদয় বিহগসম ঝটপট করত হি

পঞ্জরপিঞ্জরমাঝে।

গহন রয়নমে ন যাও বালা

নওলকিশোরক পাশ --

গরজে ঘন ঘন, বহু ডর পাওব,

কহে ভানু তব দাস।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.