২ (shunaha shunaha baalikaa)


  শুনহ শুনহ বালিকা,

   রাখ কুসুমমালিকা,

কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে।

   দুলই কুসুমমুঞ্জরী,

   ভমর ফিরই গুঞ্জরী,

অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে।

   শশিসনাথ যামিনী,

  বিরহবিধুর কামিনী,

কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।

  অধর উঠই কাঁপিয়া

সখিকরে কর আপিয়া,

কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।

   মৃদু সমীর সঞ্চলে

হরয়ি শিথিল অঞ্চলে,

চকিত হৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে।

   কুঞ্জপানে হেরিয়া,

    অশ্রুবারি ডারিয়া

ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহি রে!

 

 

  •  
  •  
  •  
  •  
  •