কেমন করে এমন বাধা ক্ষয় হবে। আপনাকে যে আপনি হারায় কেমনে তার জয় হবে। শত্রু বাঁধা আলিঙ্গনে যত প্রণয় তারি সনে-- মুক্ত উদার কোন্ প্রেমে তার লয় হবে। কেমন করে এমন বাধা ক্ষয় হবে। যে মত্ততা বারে বারে ছোটে সর্বনাশের পারে কোন্ শাসনে কবে তাহার ভয় হবে। কুহেলিকার অন্ত না পাই, কাটবে কখন ভাবি যে তাই-- এক নিমেষে তুমি হৃদয়ময় হবে। কেমন করে এমন বাধা ক্ষয় হবে।
সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে। আমি কেবল বসে আছি, আপন মনে কাঁটা বাছি পথের মাঝে, সকাল-সাঁজে। এ পথ বেয়ে সে আসে তাই আছি চেয়ে। কতই কাঁটা বাজে পায়ে, কতই ধুলা লাগে গায়ে, মরি লাজে, সকাল-সাঁজে।