আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। এই ঘরে সব খুলে যাবে দ্বার, ঘুচে যাবে সকল অহংকার, আনন্দময় তোমার এ সংসারে আমার কিছু আর বাকি না রবে। মরে গিয়ে বাঁচব আমি, তবে আমার মাঝে তোমার লীলা হবে। সব বাসনা যাবে আমার থেমে মিলে গিয়ে তোমারি এক প্রেমে, দুঃখসুখের বিচিত্র জীবনে তুমি ছাড়া আর কিছু না রবে।
১৩৯ শিশিরের মালা গাঁথা শরতের তৃণাগ্র-সূচিতে নিমিষে মিলায়,--তবু নিখিলের মাধুর্য-রুচিতে স্থান তার চিরস্থির; মণিমালা রাজেন্দ্রের গলে আছে,তবু নাই সে যে, নিত্য নষ্ট প্রতি পলে পলে॥