৩৮ (bhelar moto buke tani)

ভেলার মতো বুকে টানি

                   কলমখানি

       মন যে ভেসে চলে।

ঢেউয়ে ঢেউয়ে বেড়ায় দুলে

                   কূলে কূলে

       স্রোতের কলকলে।

ভবের     স্রোতের কলকলে।

 

এবার কেড়ে লও এ ভেলা

                   ঘুচাও খেলা

       জলের কোলাহলে।

অধীর     জলের কোলাহলে।

এবার তুমি ডুবাও তারে

                   একেবারে

       রসের রসাতলে।

গভীর     রসের রসাতলে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.