প্রত্যক্ষ প্রমাণ (protokhyo proman)

বজ্র কহে, দূরে আমি থাকি যতক্ষণ

আমার গর্জনে বলে মেঘের গর্জন,

বিদ্যুতের জ্যোতি বলি মোর জ্যোতি রটে,

মাথায় পড়িলে তবে বলে--বজ্র বটে!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.