সুখদুঃখ (sukhsukkho)

শ্রাবণের মোটা ফোঁটা বাজিল যূথীরে--

কহিল, মরিনু হায় কার মৃত্যুতীরে!

বৃষ্টি কহে, শুভ আমি নামি মর্তমাঝে,

কারে সুখরূপে লাগে কারে দুঃখ বাজে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.