YOU HAVE SET me among those who are defeated. I know it is not for me to win, nor to leave the game. I shall plunge into the pool although but to sink to the bottom. I shall play the game of my undoing. I shall stake all I have and when I lose my last penny I shall stake myself, and then I think I shall have won through my utter defeat.
এই কথা সদা শুনি, "গেছে চলে", "গেছে চলে।" তবু রাখি ব'লে ব'লো না, "সে নাই।" সে-কথাটা মিথ্যা, তাই কিছুতেই সহে না যে, মর্মে গিয়ে বাজে। মানুষের কাছে যাওয়া-আসা ভাগ হয়ে আছে। তাই তার ভাষা বহে শুধু আধখানা আশা। আমি চাই সেইখানে মিলাইতে প্রাণ যে-সমুদ্রে "আছে' "নাই' পূর্ণ হয়ে রয়েছে সমান।