২৪ (bor esechhe biyer chhade)

বর এসেছে বীরের ছাঁদে,

        বিয়ের লগ্ন আটটা।

পিতল-আঁটা লাঠি কাঁধে,

        গালেতে গালপাট্টা।

   শ্যালীর সঙ্গে ক্রমে ক্রমে

     আলাপ যখন উঠল জমে,

রায়বেঁশে নাচ নাচের ঝোঁকে

        মাথায় মারলে গাঁট্টা।

শ্বশুর কাঁদে মেয়ের শোকে,

          বর হেসে কয়-- 'ঠাট্টা'!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.