© Kriya Unlimited, 2010 - 2023
২৬ কার্ত্তিক, ১৩৩৩ Nov.7.1926 বুডাপেস্ট্ Balatonfűred, Hungary
১৬৩
নিমেষকালের অতিথি যাহারা পথে আনাগোনা করে,
আমার গাছের ছায়া তাহাদেরি তরে।
যে জনার লাগি চিরদিন মোর আঁখি পথ চেয়ে থাকে
আমার গাছের ফল তারি তরে পাকে॥