বরযাত্রা (borjatra)

পবন দিগন্তের দুয়ার নাড়ে

চকিত অরণ্যের সুপ্তি কাড়ে।

     যেন কোন্‌ দুর্দম

     বিপুল বিহঙ্গম

গগনে মুহুর্‌মুহু পক্ষ ছাড়ে।

পথপাশে মল্লিকা দাঁড়ালো আসি,

বাতাসে সুগন্ধের বাজালো বাঁশি।

     ধরার স্বয়ম্বরে

     উদার আড়ম্বরে

আসে বর অম্বরে ছড়ায়ে হাসি।

অশোক রোমাঞ্চিত মঞ্জরিয়া

দিল তার সঞ্চয় অঞ্জলিয়া।

     মধুকরগুঞ্জিত

     কিশলয়পুঞ্জিত

উঠিল বনাঞ্চল চঞ্চলিয়া।

কিংশুককুঙ্কুমে বসিল সেজে,

ধরণীর কিঙ্কিণী উঠিল বেজে।

     ইঙ্গিতে সংগীতে

     নৃত্যের ভঙ্গিতে

নিখিল তরঙ্গিত উৎসবে যে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

No Videos to show

Please Login first to submit a rendition. Click here for help.