৯৯ (tobo kachhe ei mor shesh nibedon)


তব কাছে এই মোর শেষ নিবেদন--

সকল ক্ষীণতা মম করহ ছেদন

দৃঢ়বলে, অন্তরের অন্তর হইতে

প্রভু মোর। বীর্য দেহো সুখের সহিতে,

সুখেরে কঠিন করি। বীর্য দেহো দুখে,

যাহে দুঃখ আপনারে শান্তস্মিত মুখে

পারে উপেক্ষিতে। ভকতিরে। বীর্য দেহো

কর্মে যাহে হয় সে সফল, প্রীতি স্নেহ

পুণ্যে ওঠে ফুটি। বীর্য দেহো ক্ষুদ্র জনে

না করিতে হীনজ্ঞান, বলের চরণে

না লুটিতে। বীর্য দেহো চিত্তেরে একাকী

প্রত্যহের তুচ্ছতার ঊর্ধ্বে দিতে রাখি।

বীর্য দেহো তোমার চরণে পাতি শির

অহর্নিশি আপনারে রাখিবারে স্থির।

 

 

  •  
  •  
  •  
  •  
  •